ওমিক্রন-করোনায় উদ্বেগের আবহ

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৫২:৩৮,অপরাহ্ন ২৪ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ৬৮৭ বার পঠিতহু হু করে বাড়ছে ওমিক্রনে সংক্রমিতের হার। গত বছর কোভিড-১৯ যখন সংক্রামক গ্রাফের শীর্ষে ছিল, তখন যে মনোক্লোনাল অ্যান্টিবডি দিয়ে চিকিৎসা করে লাভ হচ্ছিল, করোনার নতুন প্রজাতি ওমিক্রন থেকে সুস্থ করতে হলে সেই পদ্ধতিতেও কাজ হচ্ছে না বলে জানা যাচ্ছে নেচার জার্নালের গবেষণায়। গবেষণাটি প্যারিসে হয়েছে। এমন খবর বৃটেন, আমেরিকা, ইউরোপসহ সর্বত্র উদ্বেগের আবহ তৈরী করেছে।
ওমিক্রনের ভয়ঙ্কর রূপ দেখে পাঁচ থেকে ১১ বছর বয়সিদের কোভিড টিকায় ছাড় দিল ব্রিটিশ সরকার। বুধবারই তারা ফাইজারের ওই টিকাকে অনুমোদন দিয়েছে। ব্রিটেনে ফের কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। ওমিক্রন উদ্বেগের পর দৈনিক সংক্রমণ এই প্রথম এক লক্ষ ছাড়িয়ে গেছে সে দেশে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। ফলে একটা উদ্বেগের আবহ তৈরি হয়েছে সে দেশে।
সংক্রমণের ছবি যে দিকে যেতে শুরু করেছে তাতে আর কোনও ঝুঁকি নিতে চাইছে না সরকার। পূর্ণবয়স্কদের টিকাকরণ চলছে। শিশুদের উপর যাতে ওমিক্রনের ব্যাপক প্রভাব না পড়ে তাই দ্রুত টিকাকরণের সিদ্ধান্ত নিল তারা।
ব্রিটেনের ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রডাক্টস রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) জানিয়েছে, ৫-১১ বছর বয়সিদের জন্য যে টিকার অনুমোদন দেওয়া হয়েছে তা নিরাপদ এবং কার্যকরী। এমএইচআরএ-র চিফ এগজিকিউটিভ চিকিৎসক জুন রেইন বলেন, ‘ফাইজার-বায়োএনটেক-এর টিকা পরীক্ষা করে দেখা হয়েছে কতটা নিরাপদ। তার পরই শিশুদের জন্য ছাড় দেওয়া হয়েছে।’ রেইন জানিয়েছেন, শিশুদের টিকায় ছাড় দেওয়ার আগে আন্তর্জাতিক তথ্য এবং পরিসংখ্যান খতিয়ে দেখা হয়েছে। সেই পরিসংখ্যান বলছে, এই বয়সিদের টিকার ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনও গুরুতর সমস্যা ধরা পড়েনি। সব তথ্য খতিয়ে দেখার পরই তবেই শিশুদের টিকায় ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এদিকে, আমেরিকায় বিভিন্ন হাসপাতালে বয়স্ক ঝুঁকিপূর্ণদের কৃত্রিমভাবে অ্যান্টিবডি চিকিৎসা দেওয়া হলে বেশিরভাগ ক্ষেত্রেই সেই অ্যান্টিবডি ওমিক্রনের বিরুদ্ধে কাজ করছে না বলে জানা গিয়েছে। বস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের সংক্রমক ব্যাধির চিকিৎসক ডা. রাজেশ গান্ধী জানাচ্ছেন, দেশে প্রতিদিন কোভিড আক্রান্তের সংখ্যা ফের মাথাচাড়া দিয়েছে। গত বছরের মতো অবস্থা হলে সামলানো কঠিন হবে। তাই এখনও যাঁরা টিকা নেননি, অবিলম্বে টিকা নিন। প্রয়োজনে বুস্টারও নিন।
এদিকে, সংক্রমণ ক্ষমতায় ডেল্টা থেকে কোনও অংশে কম নয় ওমিক্রন। শুধু তাই-ই নয়, শুক্রাণুর উপরেও নাকি গুরুতর প্রভাব ফেলে এই করোনাভাইরাস! দু’টি পৃথক গবেষণায় উঠে এসেছে এই তথ্য দু’টি ।
মহামারির কবলে থাকা বিশ্বের কাছে ডেল্টার পর আতঙ্কের নয়া নাম হয়ে দাঁড়িয়েছে ওমিক্রন। স্ট্রেনটির দ্রুত ছড়িয়ে পড়া নিয়ে আশঙ্কা প্রকাশ করলেও সেটির সংক্রমণ ক্ষমতা নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তবে ‘দ্য ইম্পিরিয়াল কলেজ লন্ডন’-এর এক গবেষক দলের অনুসন্ধানে উঠে এসেছে, ডেল্টার সামনে ওমিক্রনকে খাটো করে দেখার কোনও কারণ নেই। টেক্কা দিতে পারা অন্য প্রসঙ্গ, তবে প্রাথমিক ভাবে যা বোঝা যাচ্ছে তাতে সংক্রমণ ক্ষমতায় ওমিক্রনের চেয়ে ডেল্টা কোনও অংশে কম নয়।
বাড়তে থাকা ওমিক্রন সংক্রমণের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ডাক দিয়েছেন মাইক্রসফটের কর্ণধার বিল গেটস। পর পর টুইটে আরও সতর্ক হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।