সমাজের কল্যাণে যারা কাজ করেন তারা মহৎপ্রাণ মানুষ —এমপি হাবিব

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:১২:০৫,অপরাহ্ন ২৪ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ৯২ বার পঠিতসিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, সমাজের কল্যাণে যারা কাজ করেন তারা মহৎপ্রাণ মানুষ। বিশেষ করে মা বাবার স্মৃতি রক্ষার্থে ট্রাষ্ট গঠন করে সমাজের অসহায় মানুষের জন্য কাজ করতে পারা গৌরবের। বৃহস্পতিবার রাতে বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নে জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসায় মরহুম এমদাদ উল্লাহ এন্ড আলেছা খানম ট্রাষ্টের উদ্যোগে জামেয়ার শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি হাবিব আরো বলেন, আমাদের প্রবাসীরা দেশের জন্য নিজেদের কষ্টার্জিত অর্থটুকু ব্যয় করলে শান্তি পান। প্রবাসীরা আমাদের অহংকার। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের যেকোন ক্রান্তিকালে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। মরহুম এমদাদ উল্লাহ এন্ড আলেছা খানম ট্রাষ্ট সমাজের কল্যাণে অবিস্বরণীয় অবদান রাখছে উল্লেখ করে তিনি বলেন, এই ট্রাষ্ট গহরপুর এলাকার মানুষের জন্য আশীর্বাদ স্বরুপ। তিনি ট্রাষ্টের প্রতিষ্টাতা আনহার আলী ইয়াকুব ও তার পরিবারবর্গকে এরকম মহতী কাজে এগিয়ে আসায় ধন্যবাদ জানান। জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার মুহতামীম হাফিজ মাওলানা মুসলেহুদ্দীন রাজুর সভাপতিত্বে এবং মাদ্রাসার শিক্ষা সচিব হাফিজ মুফতী আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন মরহুম এমদাদ উল্লাহ এন্ড আলেছা খানম ট্রাষ্ট এর প্রতিষ্টাতা এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন লন্ডন শাখার সাংগঠনিক সম্পাদক আনহার আলী ইয়াকুব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, সিলেট জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি ও লোকন মিয়া, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামস উদ্দিন শামছ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম এ মালেক, আওয়ামীলীগ নেতা ছহুল এ মুনিম, মো. দিলু মিয়া, ময়নুল ইসলাম সালেহ, শিরমান উদ্দিন ও ইউপি সদস্য মোহাম্মদ আলী গুলশের। উপস্থিত ছিলেন ট্রাষ্ট সদস্য হাজী আনোয়ার আলী, আশরাফ আলী, ফয়েজ আলম রাব্বী, এমদাদুল ইসলাম মাহিম প্রমুখ। বিজ্ঞপ্তি