কেন্দ্রীয় জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশফাক আহমদের দাফন সম্পন্ন

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:০২:৩৪,অপরাহ্ন ২৪ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ১২৫ বার পঠিতবাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর সাবেক তত্ত্বাবধায়ক, চালিবন্দর জামে মসজিদের মোতাওয়াল্লী, জিয়া পরিষদ সিলেট জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, প্রকৌশলী আশফাক আহমদ আমাদের মাঝে আর নেই। তিনি আজ শুক্রবার সকাল ৮টা ৪ মিনিটের সময় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স ছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে এক মেয়ে’সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর সাবেক তত্ত্বাবধায়ক, চালিবন্দর জামে মসজিদের মোতাওয়াল্লী, জিয়া পরিষদ সিলেট জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, বর্ষিয়ান রাজনীতিবিদ প্রকৌশলী আশফাক আহমদের দাফন সম্পন্ন হয়েছে। ২৪ ডিসেম্বর শুক্রবার বেলা সোয়া দুইটা নগরীর হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ কবরস্থানে দাফন সম্পন্ন হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সাহচর্য পাওয়া এই রাজনীতিবিদের।
এর আগে বাদ জুমা হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ মসজিদে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। সর্বজন শ্রদ্ধেয় এ নেতার জানাযায় অংশ নিতে জুমআর নামাজের পরপরই দরগাহ মসজিদে জড়ো হতে থাকেন রাজনৈতিক নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ, বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী’রা।
প্রকৌশলী আশফাক আহমদের এই অকাল মৃত্যুতে সিলেটে সকল স্তরের মানুষ গভীর শোকাহত।