সিলেটে ইত্তেফাকের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:০৫:৩৬,অপরাহ্ন ২৪ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ১৩৭ বার পঠিতঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাক এর ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্টান অনুষ্টিত হয় গতকাল বিকালে সিলেট প্রেসক্লাবের ‘আমিনূর রশীদ চৌধূরী মিলায়তনে’। আয়োজিত অনুষ্ঠানে সূধী, জনপ্রতিনিধি ও সাংবাদকদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়। অনুষ্টানে বক্তারা বলেন, গণ মানুষের পত্রিকা দৈনিক ইত্তেফাক দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে এ পর্যন্ত মানুষের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে। দৈনিক ইত্তেফাকের ভূমিকা অনন্য ইতিহাস। তারা বলেন, ইত্তেফাকের প্রতিষ্ঠাতা মানিক মিয়ার দেশপ্রেম সর্বজন বিদিত। মরহুম মানিক মিয়ার সাংবাদিকতা ও আদর্শ পথিকৃত হয়ে থাকবে। তারা বলেন, আজো মানুষ ইত্তেফাকের কাছে অনৈক প্রত্যাশা করে।
ইত্তেফাকের ব্যুরো চিফ হুমায়ূন রশিদ চৌধুরীর সভাতিত্বে সুধী সমাবেশে এতে প্রধান অতিথি হিসাবে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধূরী চৌধূরী, বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ড. আহমদ আল কবীর, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, কাউন্সিলার কয়েস লোদী, কাউন্সিলার সালেহ আহমদ সেলিম, সিলেট লিডিং ইউনিভার্সিটির সহকার রেজিষ্টার আলমগীর হোসাইন, সিকৃবির অতিরিক্ত পারিচালক খসরু মোহাম্মদ সালাউদ্দিন, সীমান্তিক টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল আবদুর রউফ তাপাদার, বিশিষ্ট ব্যাংকার মুশতাক আহমদ চৌধূরী,জাতীয় পার্টির জেপি‘র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলা সভাপতি ইফতেখার আহমদ লিমন, প্রবাসী কমিনিনিটি নেতা শেরওয়ান কামালী, প্রবাসী নজরুল ইসলাম চৌধূরী।
সাংবাদিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাব সেক্রেটারী আবদুর রশিদ রেনু, আবু তালেব মুরাদ, আবদুল কাদের তাপাদার, আমজাদ হেসাই, আবদুর রাজ্জাক,এনামুল হক জুবের, খালেদ আহমদ, মুহিত চৌধুরী, ইকবাল মাহমুদ, শাহ মুজিুবর রহমান জকন,মুহিবুর রহমান, ফটোসাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, ইত্তেফাক সংবাদদাতা. মো আহসান হাবীব, চৌধূরী দেলওয়ার হোসেন জিলন,শফিক আহমদ শফি, আমিরুল ইসলাম চৌধূরী এহিয়া, শরিফ আহমদ, প্রমুখ।