ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ ১৮৬তম

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:১২:২৫,অপরাহ্ন ২৪ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ১৫৫ বার পঠিতদরজায় কড়া নারছে নতুন বছর ২০২২ সাল। আর মাত্র ৭ দিন পরেই নতুন বছরকে বরণ করে নিবে বিশ্ববাসী। তবে ফিফা র্যাংকিংয়ে শীর্ষ থেকেই ২০২১ সাল শেষ করতে যাচ্ছে ফুটবলের অন্যতম পরাশক্তি বেলজিয়াম। আর বাংলাদেশ ফুটবল দল ১৮৬তম স্থানে থেকেই এ বছর শেষ করতে হচ্ছে।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা বৃহস্পতিবার রাতে চলতি বছরের র্যাংকিংয়ের সর্বশেষ হালনাগাদ করেছে। সেখানে দেখা যায় শীর্ষে থেকেই বছরটা শেষ করছে বেলজিয়াম।
চলতি বছরের পরোটা সময়ই শীর্ষ স্থান ধরে রেখেছে বেলজিয়াম। আর দ্বিতীয়স্থানে থেকে বছর শেষ করছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। তবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে বেলজিয়ামের ব্যবধান খুব বেশি নয়। রোমেলু লুকাকুদের পয়েন্ট ১৮২৮.৪৫ আর নেইমাদের পয়েন্ট ১৮২৬.৩৫। মাত্র ২.১০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে সবার উপরে বেলজিয়াম।
তৃতীয় স্থানে ফ্রান্স, চর্তুথ স্থানে ইংল্যান্ড, পঞ্চম স্থানে আর্জেন্টিনা, ষষ্ঠ স্থানে ইতালি, সপ্তম স্থানে স্পেন, অষ্টম পর্তুগাল, নবম স্থানে ডেনমার্ক এবং নেদারল্যান্ডস আছে দশমস্থানে।
এদিকে এক ধাপ এগিয়ে ১৮৬তম স্থানে থেকে বছর শেষ করছে বাংলাদেশ। তাদের পয়েন্ট ৯০৭.৮৩। গত নভেম্বরে প্রকাশিত র্যাংকিংয়ে ১৮৭তম স্থানে ছিলো বাংলাদেশ। অন্যদিকে নারী ফুটবলের র্যাংকিংয়ে শীর্ষে থেকে বছর শেষ করবে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় স্থানে সুইডেন এবং তৃতীয় স্থানে থাকবে জার্মানি। আর এক ধাপ পিছিয়ে ১৪৩তম স্থানে থেকে বছর শেষ করতে হবে বাংলাদেশ নারী ফুটবল দলকে।