লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:৩৫:০৩,অপরাহ্ন ২৫ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ১২২ বার পঠিতঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার মানুষের মাঝে এখন শোকের মাতম চলছে। এরই মধ্যে নিহত ২৯ জনের জানাজাশেষে দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে, অগ্নিকাণ্ডে দগ্ধদের চিকিৎসা এবং মরদেহ পরিবহনের খরচ সরকার বহন করবে বলে ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া।
শনিবার (২৫ ডিসেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের চিকিৎসার খোঁজ-খবর নিতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যসচিব লোকমান হোসেন বলেন, অগ্নিকাণ্ডে দগ্ধদের চিকিৎসা চলছে। প্রত্যেকের শ্বাসনালি পুড়ে গেছে। অনেককে আইসিইউতে রাখা হয়েছে। এসব রোগীদের চিকিৎসা এবং মরদেহ পরিবহনের খরচ বহন করবে সরকার। দগ্ধদের সুচিকিৎসা নিশ্চিতে করা হয়েছে।
এ সময় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্তলাল সেন জানান, এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধদের মধ্যে ২১ জনকে তাদের ওখানে ভর্তি করানো হয়েছিল। এদের মধ্যে মৃত্যু হয়েছে একজনের
তিনি বলেন, আজ (শনিবার) সকালে তার মধ্যে হাবিব খান নামে একজন মারা গেছেন, একজন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। বর্তমানে ১৯ জনের চিকিৎসা চলছে। দুজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। ভর্তি হওয়া প্রত্যেকের শ্বাসনালি পুড়ে গেছে। আইসিইউতে থাকা একজনের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে।
এক প্রশ্নের জবাব ওই চিকিৎসক বলেন, পুড়ে যাওয়া রোগীদের অবস্থা নিশ্চিত করে বলা যায় না। তারা শঙ্কামুক্ত কি না, তা এত দ্রুত বলা সম্ভব নয়।
ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকায় সুগন্ধা নদীতে বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে এখন পর্যন্ত ৩৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে, নিখোঁজ শতাধিক। আর আহত অনেককে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।