সিলেট ক্যাডেট কলেজের আন্তঃহাউস ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৩৩:৪৫,অপরাহ্ন ২৯ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ১৩৪ বার পঠিতসিলেট ক্যাডেট কলেজের আন্তঃহাউস ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিবস ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সমাপনী দিনে ক্যাডেট, আমন্ত্রিত অতিথি, অভিভাবক, উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ শিক্ষক মণ্ডলী উপস্থিত ছিলেন।
বুধবার বিকালে শুরু হওয়া বর্ণাঢ্য এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল হামিদুল হক, এনএসডব্লিউসি, পিএসসি, জিওসি, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া, বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমান ও প্রাক্তন ক্যাডেট, আমন্ত্রিত অতিথি, অভিভাবক, উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, শিক্ষকসহ সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ২৯ ডিসেম্বর শীতের বিকেলটি যেন উষ্ণ হয়ে ওঠে। গত ২৬ ডিসেম্বর ২০২১ সকাল ০৯টায় শুরু হওয়া বর্ণিল এ আয়োজনের উদ্বোধন করেন কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেজর শেখ রাশশাদ রহমান ।
বছরের সবচেয়ে বড় প্রতিযোগিতা আন্তঃহাউস ক্রীড়া প্রতিযোগিতা ২০২১ এবং উক্ত বছরের বিভিন্ন প্রতিযোগিতার ফলাফলের ভিত্তিতে সার্বিকভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শাহজালাল (র:) হাউস এবং রানার আপ হয় -তিতুমীর হাউস। মাননীয় প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং তাঁর বক্তব্যে বলেন, “সেবা ও আত্মত্যাগের সুমহান ব্রত নিয়ে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে ক্যাডেটদেরকে দেশ ও জাতির কল্যাণে আরো বেশি অবদান রাখতে হবে।” ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক আয়োজন সম্পর্কে মাননীয় প্রধান অতিথি সন্তুষ্টি প্রকাশ করেন।
কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাঁর স্বাগত ভাষণে সবাইকে ধন্যবাদ জানান এবং ক্যাডেটদের উদ্দেশ্য বলেন, “ক্যাডেটদেরকে শুধু পড়াশুনা কেন্দ্রিক নয়, বরং সংস্কৃতি, খেলাধুলা, নৈতিকতা সকল বিষয়ে একজন পরিপূর্ণ মানুষ হতে হবে।” আগামী দিনগুলোতেও সকলের নিরন্তর ভালোবাসা, আন্তরিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করেন তিনি।