বড়লেখায় জমিয়তের কাউন্সিল সম্পন্ন

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:০৭:৫১,অপরাহ্ন ৩১ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ১৩৭ বার পঠিত
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বড়লেখা উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন বৃহস্পতিবার বাদ যোহর বড়লেখাস্থ হুফফাজুল কুরআন মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা শায়েখ মুখলিসুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জমিয়তের যুব বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা ইয়াহইয়া আহমদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ তায়েফ আহমদ। দলীয় সংগীত পরিবেশন করেন হাফিজ আবু রায়হান। প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ফয়যুল হাসান খাদিমানী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জমিয়তের সভাপতি শায়েখ মাওলানা বদরুল ইসলাম, সহ সভাপতি মাওলানা আব্দুল আজিজ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা জমিয়তের উপদেষ্টা শায়খুল হাদিস মাওলানা আব্দুস সালাম, কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা ইমাম উদ্দীন, মৌলভীবাজার জেলা জমিয়ত নেতা মাওলানা আব্দুস সুবহান, প্রবাসী জমিয়ত নেতা মাওলানা আব্দুল মালিক, সুজানগর ইউনিয়ন প্রতিনিধি মাওলানা মুফিজুর রহমান, উত্তর শাহবাজপুর ইউনিয়ন প্রতিনিধি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, কাঁঠালতলি ইউনিয়ন প্রতিনিধি মাওলানা বদরুল ইসলাম, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন প্রতিনিধি মাওলানা হাফিজ ইব্রাহীম খলীল, মাওলানা আব্দুল্লাহ শাহবাজপুরী, দক্ষিণভাগ ইউনিয়ন প্রতিনিধি মাওলানা শিহাবুদ্দীন শাহ আলম, তালিমপুর ইউনিয়ন প্রতিনিধি মাওলানা আব্দুল হালিম সেলিম, নিজ বাহাদুরপুর ইউপি প্রতিনিধি মাওলানা জামিল আহমদ, সদর ইউনিয়ন শাখা প্রতিনিধি মাওলানা আব্দুল মতিন, পৌর শাখা প্রতিনিধি আব্দুর রহিম, উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা হাসান আহমদ, মাওলানা ফয়জুল হক, মাওলানা হাফিজ সাইফুর রহমান, মাওলানা জামিল আহমদ, হাফিজ আবু তাহের, কিবরিয়া আল মাহমুদ প্রমুখ।
কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে মাওলানা শায়েখ রমিজ উদ্দীনকে সভাপতি, মাওলানা শায়েখ মুখলিসুর রহমানকে সেক্রেটারি, মাওলানা শিহাবুদ্দীন শাহ আলমকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা হাফিজ ইব্রাহীম খলীলকে অর্থ সম্পাদক, মাওলানা হাফিজ ইয়াহইয়া আহমদকে প্রচার সম্পাদক, মাওলানা সাইফুর রহমানকে যুব বিষয়ক সম্পাদক ও মাওলানা ওলিউর রহমান শামিমকে ছাত্র বিষয়ক সম্পাদক করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বড়লেখা উপজেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করেন মৌলভীবাজার জেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়েখ বদরুল ইসলাম। বিজ্ঞপ্তি