যুক্তরাষ্ট্রে হলে ডিউটি, বাংলাদেশের ক্ষেত্রে বলে হত্যাকাণ্ড

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৪১:১৪,অপরাহ্ন ০২ জানুয়ারি ২০২২ | সংবাদটি ১২২ বার পঠিত
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে গত ১০ বছরে বাংলাদেশে ৬০০ লোক মিসিং হয়েছে। কিন্তু আপনার দেশে প্রতি বছর লাখ খানেক লোক মিসিং হয়। পুলিশ লোক মেরে ফেলে। তারা এগুলোকে বলে ইন দ্য লাইন অব ডিউটি। আর আমাদের দেশে পুলিশ এটা করলে বলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড।
রোববার সিলেটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব বলেন তিনি।
এসময় র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্রকে পুনর্বিবেচনা করার জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে চিঠি দেয়া হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করার সুযোগ রয়েছে। চিঠির মাধ্যমে তাদের এ কথাটা জানিয়েছি। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা এ নিষেধাজ্ঞা দিয়েছেন। আমি চিঠিতে বলেছি, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের অনেক দিনের সম্পর্ক। তাদের সঙ্গে আমাদের ডায়ালগের সুযোগ রয়েছে।
তিনি বলেন, আমরা বলেছি, কোনো কিছু না জেনে এ ধরনের নিষেধাজ্ঞা দেয়া ঠিক হয়নি। এটি ছিলো অনাকাঙ্ক্ষিত। আমরা বলেছি, র্যাব যথেষ্ট বিশ্বাসযোগ্য সংস্থা এবং এ কারণেই সন্ত্রাস কমেছে, মাদকপাচার, মানবপাচার কমেছে।
বিশ্ব নিয়ে মার্কিনিদের যে লক্ষ্য তাই তারা পালন করছে। তাই এ নিষেধাজ্ঞা আশ্চর্যজনক মনে হয়েছে, যোগ করেন মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডিসেম্বরে যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা হয় তখন তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন সরকারের নীতিই হলো মানবাধিকার ও গণতন্ত্র। এর উত্তরে আমরা বলেছি, বাংলাদেশ গণতন্ত্রের জন্যই স্বাধীন হয়েছে।