মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রবাসীসহ ৩ জনের প্রাণহানি

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:১৬:৫০,অপরাহ্ন ০২ জানুয়ারি ২০২২ | সংবাদটি ৯৪ বার পঠিতমোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রবাসীসহ তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে বরিশালের মুলাদী উপজেলায়।
জানা গেছে, রবিবার (০২ জানুয়ারি) দুপুর ১২টায় মুলাদী-মীরগঞ্জ সড়কের কাজিরহাট ঈদগাহ-সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- বড়ইয়া কাজিরচর এলাকার খালেক হাওলাদারের ছেলে ইদ্রিস হাওলাদার (৬০), একই এলাকার কালাই নলীর ছেলে হারুন নলী (৪৫) ও মোনাসেফ আলীর ছেলে ওমানপ্রবাসী রাজীব নলী (২৩)। বিষয়টি নিশ্চিত করেছেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিট) এস এম মাকসুদুর রহমান।
তিনি আরও বলেন, মীরগঞ্জ থেকে মোটরসাইকেীলযোগে বড়ইয়া কাজিরচর যাচ্ছিলেন ওই তিনজন। পথে কাজীরহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেছলটি সড়কের পাশে একটি গাছে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। তিনজনের লাশ ঘটনাস্থলেই রয়েছে। পরবর্তীতে হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।