শ্বশুরবাড়িতে স্ত্রীকে গলাকেটা হত্যা, স্বামী আটক

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:৫৬:০৩,অপরাহ্ন ০৪ জানুয়ারি ২০২২ | সংবাদটি ৯৪ বার পঠিতকুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দাম্পত্য কলহের জেরে শ্বশুরবাড়িতে এসে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম আবুবকর সিদ্দিক (৪৪)। তিনি উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের (১ নং ওয়ার্ড) পাইকেরছড়া গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে। নিহত ওই গৃহবধূর নাম শাহিদা বেগম (৪০)। তিনি একই গ্রামের শাহজাহান আলীর মেয়ে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া গ্রামের শাহজাহান আলীর মেয়ে শাহিদা বেগমের (৪০) সাথে প্রায় ২৪ বছর পূর্বে একই গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে আবুবকর সিদ্দিকের (৪৪) বিয়ে হয়। তিনি পেশায় একজন কাঠ ব্যাবসায়ী। দাম্পত্য জীবনে তাদের ৩ টি কন্যা সন্তান রয়েছে।
গত কয়েক মাস থেকে তাদের মধ্যে কলহ চলে আসছিলো। দাম্পত্য কলহের জেরে কিছুদিন আগে শাহিদা বেগম ছোট সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে আসে। সোমবার (৩ডিসেম্বর) রাতে শাহিদার স্বামী আবুবকর সিদ্দিক শ্বশুরবাড়িতে আসে। রাত তিনটার দিকে শাহিদাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় শাহিদার স্বামী আবুবকর। এঘটনায় তার ছোট মেয়ে ও মা আহত হয়।
পরে খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ভোরে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার সকালে উপজেলার ঢাকাইয়া পাড়ায় অভিযান চালিয়ে ঘাতক স্বামীকে আটক করে পুলিশ।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ঘাতক স্বামীকে আটক করে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে।