নেতার ছেলেকে ‘না’ আমিশার!

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:৫৭:৪৪,অপরাহ্ন ০৪ জানুয়ারি ২০২২ | সংবাদটি ১২৪ বার পঠিতপ্রকাশ্যে অমিশা প্যাটেলকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন প্রয়াত রাজনীতিক আহমেদ প্যাটেলের পুত্র ফয়সাল প্যাটেল। কিন্তু তাকে না করে ‘ভালো বন্ধু’ বললেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অমিশা বলেন, আমি এখন কোনও সম্পর্কে জড়াতে আগ্রহী নই।
তিনি জানিয়েছেন, ফয়সাল তার ভাল বন্ধু। নেহাত ইয়ার্কি করেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন! উল্লেখ্য, সম্প্রতি ফয়সালের জন্মদিনে টুইটারে তাকে একরাশ ভালবাসা পাঠিয়েছিলেন আমিশা। আবেগ ধরে না রাখতে পেরে জবাবে সরাসরি বিয়ের প্রস্তাব দেন ফয়জল।
কিন্তু টুইট সরালেও জল্পনার হাত থেকে নিস্তার সহজে পাচ্ছেন না তারা। অমিশা যতই বন্ধুত্ব বলে এড়িয়ে যান না কেনো, তার প্রেমের ব্যাপারে নিশ্চিত ভক্তরা!