মিমের বিয়ে, ছবি ভাইরাল কিন্তু গণমাধ্যমে অস্বীকার!

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:৫৮:৫৩,অপরাহ্ন ০৪ জানুয়ারি ২০২২ | সংবাদটি ৯০ বার পঠিতলাক্স তারকা বিদ্যা সিনহা মিম বিয়ে করেছেন। আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। কিন্তু ছবি প্রকাশ্যে এলেও বিয়ের কথা গণমাধ্যমে স্বীকার করেননি মিম।
বাগদানের মতো বিয়েতেও খানিকটা লুকোছাপা আয়োজন মিমের। শোবিজেও নেই কোনো আলোচনা। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সম্পন্ন হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা।
জানা গেছে, সনাতন ধর্ম রীতি মেনে এ তারকা বিয়ে করেছেন।
বর-কনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন আজ। আছেন কতিপয় বন্ধু ও কাছের মানুষেরা।
প্রসঙ্গত, বিদ্যা সিনহা মিম গেলো বছর তার জন্মদিনের দিন বাগদান করেছিলেন। তার হবু বরের নাম সনি পোদ্দার। সনির বাড়ি কুমিল্লায়। পেশায় তিনি ব্যাংকার। বর্তমানে সিটি ব্যাংকে কর্মরত।
উল্লেখ্য্, বিদ্যা সিনহা মিম অভিনীত ‘পরাণ’ সিনেমাটি এ বছরের ভালোবাসা দিবসে মুক্তি পাবে।