হবিগঞ্জে বিদ্যুতের খুঁটিতে দুই লাশ

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:৪৪:৪৫,অপরাহ্ন ০৬ জানুয়ারি ২০২২ | সংবাদটি ৫৬৬ বার পঠিতবিদ্যুতের খুঁটিতে ঝুলন্ত অবস্থায় দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা বাজারে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সকালে এক ব্যক্তি উপজেলার শিবপাশা বাজারে হাঁটাহাঁটির সময় বৈদ্যুতিক খুঁটির তারে দুই ব্যক্তির লাশ ঝুলতে দেখেন। পরে তিনি পুলিশে খবর দেন। পুলিশ নিহত দুজনের লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার ওসি মো. নুরুল ইসলাম। তিনি জানান, নিহত ওই দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরির জন্য ওই দুজন খুঁটিতে উঠেছিলেন। বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।