ঐতিহাসিক জয়ের পর ক্রাইস্টচার্চে টাইগাররা

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:০৬:৪৪,অপরাহ্ন ০৬ জানুয়ারি ২০২২ | সংবাদটি ১১২ বার পঠিতনিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ের পর মাউন্ট মঙ্গানুই ছেড়ে ক্রাইস্টচার্চে পৌঁছেছে টাইগাররা। বৃহস্পতিবার মাউন্ট মঙ্গানুই থেকে চার্টার্ড বিমানে ক্রাইস্টচার্চের পথে উড়াল দেয় মুমিনুল-মুশফিকরা।
মাউন্ট মঙ্গানুইয়ে হোটেল ছাড়ার আগে মানসিক ও শারীরিকভাবে চাঙ্গা থাকতে জিমে কিছু সময় ব্যয় করে বাংলাদেশ দল। ক্রাইস্টচার্চে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে আগামী ৯ জানুয়ারি মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।
বৃহস্পতিবার নিরপদে ক্রাইস্টচার্চে পৌঁছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেয়া এক ভিডিও বার্তায় দলের কন্ডিশনিং কোচ নিক লি বলেন, বাংলাদেশ দল ক্রাইস্টচার্চে পৌঁছেছে। প্রথম ম্যাচে জয় পেয়ে এখন দারুন আত্মবিশ্বাসী দল। ক্রাইস্টচার্চের উদ্দেশ্যে রওনা দেয়ার আগে আমরা জিমে কিছু সময় ব্যয় করেছি। আগামী দুই দিন আমরা ফিটনেস নিয়ে আরও কাজ করবো যেন ইনজুরির সমস্যা এড়ানো যায়। পরের টেস্টের জন্য সকলকে ভালোভাবে প্রস্তুত করা যায় সে দিকেও খেয়াল রাখা হবে।
মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্ট ৮ উইকেটে জিতে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে প্রথম কোন ম্যাচ জয়ের স্বাদ নেয় টাইগাররা। এবার ক্রাইস্টচার্চের দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ। এই টেস্ট জয় বা ড্র করলেই প্রথমবারের মত নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতবে বাংলাদেশ দল । ২০১৯ সালে এই ক্রাইস্টচার্চেই একটি মসজিদে সন্ত্রাসী হামলার পর সফরটি স্থগিত করে দেশে ফিরেছিলো টাইগাররা।