আবাসিক হোটেলে অভিযান, র্যাবের হাতে আটক প্রতারক চক্র

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ২:৫৪:৩৯,অপরাহ্ন ০৮ জানুয়ারি ২০২২ | সংবাদটি ১১৮ বার পঠিতজয়পুরহাটে পাচুড় মোড় এলাকায় বৈশাখী আবাসিক হোটেলে অভিযান চালিয়ে প্রতারকচক্রের ৬ সদস্যকে আটক করেছে র্যাব।
শুক্রবার (৭ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ৩টি জাল মুদ্রা, ১ বোতল রাসায়ানিক পর্দার্থ, ১টি নিশান কার, ১৩ লাখ টাকার ১টি জাল চেক, ১১টি মোবাইল উদ্ধার করা হয়।
আটকরা হলেন, ঢাকার বংশাল থানার বাগডাসালেন নয়াবাজারের মৃত সৈয়দ হোসেনের ছেলে এস এস আলম (৫০), শিল্পাঞ্চল থানার নাখালপাড়া গ্রামের মৃত সাইজুদ্দিনের ছেলে টিটু মিয়া (৪৮), গোপালগঞ্জের মকছেদপুর উপজেলার বেজরা গ্রামের মৃত আকমল ভুইয়ার ছেলে মিন্টু ভূইয়া (৩৮), পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের আব্দুল আজিজের ছেলে মাহফুজ হাওলাদার (৩৫), নোয়াখালীর সুধারাম থানার মহোদুলি গ্রামের মৃত গোলাপের ছেলে ফজলুল হক (৪৮), এবং চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার এনামুল হক জেল্টুর ছেলে শাহিন উদ্দিন মিলন (৩০)।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডানার লেঃ কমান্ডার তৌকির জানান, আটক আসামিরা ঢাকা থেকে একটি সংঘবদ্ধ প্রতারকচক্র এবং পেশায় তারা গার্মেন্টসকর্মী। তারা জাল কয়েন বিক্রি করে, যেগুলো খুব দামি এবং উচ্চ বিকিরণ পদার্থ দিয়ে তৈরি বলে দাবি করা হয়। তারা মুদ্রার সঙ্গে বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে, যাতে মুদ্রা বাতাসের সংস্পর্শে এলে সাদা কুয়াশা তৈরি হয় এবং কয়েনগুলো খাঁটি বলে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে এবং অবৈধভাবে অর্থ উপার্জন করে আসছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।
পরে আটক আসামিদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়।