রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-মাদকসহ আটক ১

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:৫৯:৩৯,অপরাহ্ন ১৬ জানুয়ারি ২০২২ | সংবাদটি ১০৭ বার পঠিতকক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও মাদকসহ শাহ আলী নামক এক ব্যাক্তিকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রবিবার (১৬ জানুয়ারি) ভোর চারটার দিকে গোপন সংবাদের ভিক্তিতে ছয় নং রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ড্রোন দিয়ে অভিযান পরিচালনা করে পরবর্তীতে তাদেরকে এখান থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার সময় এখানে চোখবাঁধা অবস্থায় সাদিকুল নামে একজন ব্যক্তিকে উদ্ধার করা হয়। সাদিকুলকে জিজ্ঞাসাবাদে সে জানায় তাকে এখানে আটকে রেখে নির্যাতন করা হয় এবং টাকা দাবি করা হয়। টাকা দিতে না পারলে তাকে মেরে ফেলার হুমকিও দেয়া হয়।
পরবর্তীতে এখান থেকে আগ্নেয়াস্ত্র দেশি অস্ত্র ইয়াবা এবং টাকা উদ্ধার করা হয় বলে ১৪ এপিবিএনের অধিনায়ক এসপি নাঈমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আরসার প্রধান আতাউল্লাহ আবু জুনুনী। সম্প্রতি আমর্ড পুলিশ ব্যাটালিয়ন গোয়েন্দা তথ্য পায় যে, আতাউল্লাহর ভাই শাহ আলী ক্যাম্পে অবস্থান নিয়েছেন। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কবে থেকে কেন এই ক্যাম্পে অবস্থান নিয়েছেন, তা জানার চেষ্টা করা হচ্ছে।
গ্রেপ্তারকৃত শাহ আলীকে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে।