কৃষকের ৭শ আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:৫১:১৯,অপরাহ্ন ১৭ জানুয়ারি ২০২২ | সংবাদটি ৯৫ বার পঠিতনওগাঁর ধামইরহাটে রাতের আঁধারে কৃষকের ৭শ আম গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সকালে জমিতে গিয়ে এ দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে যায় কৃষক পরিবারটি। মালিক পক্ষের বুকফাটা আর্তনাদে এলাকাবাসীরাও কেঁদে ফেলে। রবিবার রাতে উপজেলার খেলনা ইউনিয়নের অন্তর্গত গুনদেশাহার গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই এলাকার মৃত গজিমদ্দিন মন্ডলের ছেলে মো. মজিবুর রহমান (৬৫) গুনদেশাহার মৌজায় প্রায় ৩৫ বছর পূর্বে ১একর ৪৯ শতাংশ জমি ক্রয় করেন। ক্রয়কৃত জমিতে তিনি দীর্ঘদিন ধরে চাষাবাদ করেন। গত ২বছর পূর্বে সেই জমিতে তিনি ৭শ আম্রপালি গাছের চারা রোপণ করেন। চলতি বছরে সেই গাছগুলোতে ফল আসার কথা জানিয়েছিল কৃষি কর্মকর্তারা। এরই মধ্যে রবিবার রাতে তার বাগানে বেড়ে ওঠা সকল আম গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার প্রায় ৩লক্ষাধীক টাকার ক্ষতি হয়।
এ বিষয়ে কৃষক মজিবুর রহমান জানান, আমার জমি-জমা নিয়ে কারো সাথে কোন রকম ঝামেলা নেই। গত চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি দলীয় প্রার্থী নৌকার পক্ষ নেয়াতে বিরোধী প্রার্থীরা আমার বাগানের গাছ কেটে দিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এদিকে এলাকাবাসীরা জানান, নির্বাচনের পর থেকে ইউনিয়নে বেড়ে গেছে নানান রকম সহিংসতামূলক কর্মকাকাণ্ড। ইতোপূর্বে ধান চুরিসহ নানান রকম আইনবিরোধী কাজ এলাকায় ঘটেছে। তারা এলাকার শান্তি ফিরে পেতে প্রশাসনের নিকট হস্তক্ষেপ কামনা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এবিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছিল।
এ বিষয়ে ধামইরহাট থানার ওসি (তদন্ত) আব্দুল গণি জানান, অভিযোগ হাতে পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।