স্বাস্থ্যবিধি না মানায় নবাবগঞ্জে ১০ জনকে জরিমানা

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:২২:১০,অপরাহ্ন ১৮ জানুয়ারি ২০২২ | সংবাদটি ১০৩ বার পঠিতকরোনা সংক্রমণরোধে চলমান বিধিনিষেধে স্বাস্থ্যবিধি না মানায় ঢাকার নবাবগঞ্জে ১০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ জানুয়ারি) উপজেলার বান্দুরা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল। এসময় ১০টি মামলায় ওই ১০ ব্যক্তির কাছ থেকে ১ হাজার জরিমানা আদায় করেন তিনি।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল বলেন, স্বাস্থ্যবিধি অমান্যকারীদের সংক্রমক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইনে জরিমানা করা হয়েছে। এছাড়া করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনগণকে সচেতন করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।