ঢাবির ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:০৫:০৯,অপরাহ্ন ১৮ জানুয়ারি ২০২২ | সংবাদটি ৯০ বার পঠিতঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির অদূরে কর্মচারি আবাসিক ভবন শেখ রাসেল টাওয়ারের উল্টো পাশের একটি ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১১ টার দিকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। শাহবাগ থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ওসি মওদুদ হাওলাদার বলেন, বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টাওয়ারের পাশের একটি ময়লার ডাস্টবিন থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ বয়স এক-দুই দিন হবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে অজ্ঞাতনামা কোন ব্যক্তি মৃত শিশুটি এখানে ফেলে গেছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, ঘটনাটি দুঃখজনক। এব্যাপারে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।