দেশে দৈনিক শনাক্ত ছাড়াল ১১ হাজার

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:২০:৩৪,অপরাহ্ন ২২ জানুয়ারি ২০২২ | সংবাদটি ১০৬ বার পঠিতদেশে করোনা শনাক্তের হার এক দিনের ব্যবধানে ২ শতাংশের বেশি বেড়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) নতুন শনাক্ত রোগীর সংখ্যা ১১ হাজার ৪৩৪। এই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ১২ জনের।
শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় দেশে মোট ৪০ হাজার ১৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২৮ দশমিক ৪৯ শতাংশ। আগের দিন এ হার ছিল ২৬ দশমিক ৩৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে ৭ জন পুরুষ ও ৫ জন নারী। তাঁদের মধ্যে ৬ জন ঢাকার, সিলেটের ২ জন এবং চট্টগ্রাম, খুলনা, রংপুর, ময়মনসিংহের ১ জন করে। একই সময়ে সুস্থ হয়েছেন ৭৫২ জন।
২০২০ সালের মার্চে বাংলাদেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ১৬ লাখ ৬৪ হাজার ৬১৬ জন। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মারা গেছেন ২৮ হাজার ১৯২ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৫ হাজার ৫৯৭ জন।
করোনার নতুন ধরন অমিক্রন দেশেও ছড়িয়ে পড়েছে। করোনার এই ধরন খুব দ্রুত ছড়ায়। কয়েক সপ্তাহ ধরে দেশে নতুন করে করোনা রোগী শনাক্ত ও শনাক্তের হার বাড়ছে। দেশে আগের সপ্তাহের তুলনায় গত এক সপ্তাহে (১২ থেকে ১৮ জানুয়ারি) রোগী বেড়েছে ২২৮ শতাংশ।