ওসমানীনগর ও কোম্পানীগঞ্জের ১০ আ’লীগ নেতা বহিষ্কার

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:২২:১২,অপরাহ্ন ২২ জানুয়ারি ২০২২ | সংবাদটি ৯৪ বার পঠিতসিলেটে বিভিন্ন পর্যায়ের ১০ নেতাকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। এসব নেতা দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তাদের মধ্যে ওসমানীনগর উপজেলার ৭ জন ও কোম্পানীগঞ্জ উপজেলার ৩ জন রয়েছেন।
শুক্রবার সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওসমানীনগর উপজেলায় বহিষ্কৃতরা হলেন- পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ মতিন, ইউপি আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী চৌধুরী, বুরুঙ্গা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সমজ্জুল হক আলকাছ, বুরুঙ্গা ইউপি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও লন্ডন মহানগর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সুরমান হোসাইন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অরুণোদয় পাল ঝলক (তাজপুর ইউপিতে প্রার্থী), তাজপুর ইউপি আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উছমানপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল আজাদ ফারুক।
কোম্পানীগঞ্জ উপজেলায় বহিষ্কৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আব্দুল ওয়াদুদ (পশ্চিম ইসলামপুর ইউপিতে প্রার্থী), উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ফরহাদ হোসেন (পশ্চিম ইসলামপুরে প্রার্থী) এবং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. মজুন মিয়া।