মাসের শেষে জাঁকিয়ে নামতে পারে শীত

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:২৩:৩৫,অপরাহ্ন ২২ জানুয়ারি ২০২২ | সংবাদটি ৮০ বার পঠিতসিলেটসহ সারা দেশে চলতি মাসের শেষ দিকে তাপমাত্রা নেমে যেতে পারে। এ সময় সর্বনিম্ন গড় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যেতে পারে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম শুক্রবার গণমাধ্যমে এ তথ্য দেন।
আবহাওয়া অধিদপ্তর বলেছে, এখন দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। আজ সিলেট ও রংপুরে বৃষ্টির সম্ভাবনা আছে। আর ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি ঢাকাসহ সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বৃষ্টি শেষে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে।
শাহীনুল ইসলাম আরও বলেন, বৃষ্টির পর চলতি মাসের শেষ নাগাদ দেশের সব অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নওগাঁর বদলগাছি উপজেলায়, ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারের টেকনাফ উপজেলায়, ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে গতকাল ছিলো ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বরিশালে ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।