সিলেটে ২৪ ঘন্টায় ২ মৃত্যু, শনাক্ত ৪৪৫

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:২৫:২৭,অপরাহ্ন ২২ জানুয়ারি ২০২২ | সংবাদটি ৯২ বার পঠিতসিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। নমুনা পরীক্ষা বাড়ায় রোগীর সংখ্যাও বাড়ছে। শেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৪৪৫ জনের। শনাক্তের হার ২৮ দশমিক ৩৪। আগের ২৪ ঘণ্টার তুলনায় শনাক্ত বেড়েছে ৯ দশমিক ৭৩ শতাংশ। এ সময়ে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। এ নিয়ে বিভাগে মোট মৃত ব্যক্তির সংখ্যা ১ হাজার ১৮৯-এ দাঁড়াল।
শুক্রবার বেলা দেড়টার দিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় স্বাক্ষরিত পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। পরশু শনাক্ত ছিল ১৮ দশমিক ৭৩ শতাংশ।
সিলেট স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ আগস্ট শনাক্তের হার ছিল ২৮ দশমিক ২০। এর পর থেকে শনাক্তের হার কমতে থাকে। তবে চলতি মাসের প্রথম থেকেই সংক্রমণের হার বাড়ে। গতকাল করোনা শনাক্ত আবার ২৮ শতাংশে পৌঁছেছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে চিকিৎসাধীন ছিলেন ১০৮ জন। তাঁদের মধ্যে সিলেট জেলায় ৯৫ জন, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ৮ জন।
এ পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্ত মোট ব্যক্তি শনাক্ত হয়েছেন ৫৭ হাজার ১৪১ জন। সুস্থ হয়েছেন ৫০ হাজার ৩৪৯ জন। গত ২৪ ঘণ্টায় ৬১ জন সুস্থ হয়েছেন।
এ বিষয়ে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে সরকারিভাবে ১১টি বিধিনিষেধ জারি করা হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে সচেতন হতে হবে। ঘর থেকে বের হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে।