বহুতল ভবনে আগুন, ৭ জনের প্রাণহানী

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:১২:২০,অপরাহ্ন ২২ জানুয়ারি ২০২২ | সংবাদটি ৫৭৫ বার পঠিতভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ের একটি বহুতল ভবনে আগুন লেগে অন্তত সাতজনের প্রাণহানী হয়েছে। শনিবার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় দগ্ধ ও আহত হয়েছেন আরও ১৫ জন।
এনডিটিভি অনলাইনে প্রকাশিত ভিডিওতে মুম্বাইয়ের টার্গো এলাকায় ২০তলা ভবনটির উপরের অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
মুম্বাইয়ের টার্ডিও’র গোয়ালি ট্যাঙ্ক এলাকায় গান্ধী হাসপাতালের বিপরীত পাশের ওই ভবনের ১৮ তলায় আগুন লাগে।
মুম্বাইয়ের মেয়র কিশোরী পাডনেকর বার্তাসংস্থা এএনআইকে বলেন, হাসপাতালে যাদের ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে অন্তত ছয়জন বয়স্ক লোকের অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হচ্ছে।
তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও ব্যাপক ধোঁয়া উড়ছে। আটকে পড়া সব মানুষকে উদ্ধার করা হয়েছে।’
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, দগ্ধ ও আহতদের পার্শ্ববর্তী তিনটি হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে নয়ার হাসপাতালে ৫ জন, কাস্তুর্বা হাসপাতালে একজন এবং ভাটিয়া হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে।
এক টুইটে এ ঘটনায় প্রশাসনের গাফেলতির সমালোচনা করেছেন স্থানীয় বিজেপি নেতা প্রীতি গান্ধী। তিনি অগ্নিকাণ্ডের একটি ভিডিও ফুটেজ টুইটারে দিয়েছেন।