করোনা সেরে মাঠে ফিরছেন মেসি

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১:১২:৩২,অপরাহ্ন ২৩ জানুয়ারি ২০২২ | সংবাদটি ৫৪১ বার পঠিতকরোনার ধাক্কা সামলে মাঠে নামছেন লিওনেল মেসি।
রবিবার (২৩ জানুয়ারি) রাত দুইটায় লিগ ম্যাচে রাঁসের বিপক্ষে মাঠে নামছেন পিএসজির এই আর্জেন্টাইন তারকা। পিএসজির কোচ পচেত্তিনো এ তথ্য নিশ্চিত করেছেন।
চলতি মাসের দুই তারিখে করোনা শণাক্ত হয় মেসির। এর চার দিন পর করোনা নেগেটিভ হন তিনি। কিন্তু করোনার ধকল কাটিয়ে উঠতে সময় লাগে তার। এজন্য শুধু ক্লাব নয়, জাতীয় দলের সাম্প্রতিক স্কোয়াডেও রাখা হয়নি মেসিকে। শুধু মেসি না আজকের ম্যাচে ফিরছেন আরেক তারকা কিলিয়ান এমবাপ্পেও। যদিও তাকে মাঠে দেখা যেতে পারে বদলি হিসেবে।
লীগের ২১ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে পিএসজি।