সিলেট বিভাগে করোনা শনাক্তের হার ৩৬ ছাড়াল

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:৪২:৪২,অপরাহ্ন ২৪ জানুয়ারি ২০২২ | সংবাদটি ১১৪ বার পঠিতসিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত করা হয়েছে ৫২৯ জনের। শনাক্তের হার ৩৬ দশমিক ১৩। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টার ব্যবধানে বিভাগে শনাক্তের হার বেড়েছে ১২ দশমিক ১৫। এর আগে শনিবার সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের হার ছিল ২৩ দশমিক ৯৮। রোববার দুপুর ২টার দিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাসংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মাসের প্রথম থেকে করোনা সংক্রমণের হার বাড়তে থাকে। রোববার শনাক্তের হার ৩৬ শতাংশ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে চিকিৎসাধীন ছিলেন ১৫৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৪২, সুনামগঞ্জের ৩, হবিগঞ্জে ২ এবং মৌলভীবাজারে ১২ জন। বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত করা হয়েছে ৫৭ হাজার ৯৯৮ জনের। সুস্থ হয়েছেন ৫০ হাজার ৪৭৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪ জন। বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৯১ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, করোনার সংক্রমণ ঠেকাতে সবাইকে সচেতন হতে হবে। ঘর থেকে বের হলে স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক।