বাহুবলে জমে উঠেছে ৭ ইউপির নির্বাচন ইভিএম-এ ভোট নিয়ে বিব্রত ভোটাররা

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৪০:৪০,অপরাহ্ন ২৭ জানুয়ারি ২০২২ | সংবাদটি ৫৯৩ বার পঠিতআগামী ৩১ জানুয়ারি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ৭ ইউপির নির্বাচনে জমে উঠেছে প্রচারণা। ৬ষ্ঠ ধাপের এই নির্বাচনে সবগুলো ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে। ভোটারগণও নানা হিসেব করছেন, এলাকার সার্বিক উন্নয়ন সুখে দুঃখে পাশে থাকবে এমন প্রার্থীকেই বেছে নিতে চায় তারা। বিশেষ করে তরুণ প্রার্থীরাই তাদের পছন্দের তালিকায় রেখেছেন। সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশে শান্তিপূর্ণ ভোট গ্রহণে প্রস্তুত নির্বাচন সংশ্লিষ্টরা।
নির্বাচনকে ঘিরে শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে ইউনিয়নের অলিগলি। প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। মিছিল-মিটিং, পথসভা, উঠান বৈঠক গণসংযোগ চলছে। ইউনিয়নের হাট-বাজার, চা স্টলে চলছে নির্বাচনী আলাপ-আলোচনা। চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরাও রাত-দিন ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রাার্থনা করছেন।
সরজমিনে দেখা গেছে, চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা অটোরিকশা, ইজিবাইক, রিকশায় মাইক বেঁধে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরাও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছে।
এদিকে, ইভিএম-এ ভোট প্রদান নিয়ে বিব্রত গ্রামগঞ্জের ভোটার। শুধু ভোটার নয়, টেকনিক্যাল কোনো ধারণা না থাকায় অনেক প্রার্থী, এজেন্টসহ খোদ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারাও রয়েছেন দ্বিধা-দ্বন্দ্বে। এ অবস্থায় ভোটদানের পদ্ধতি সম্পর্কে ব্যাপক কোনো প্রচার-প্রচারণা বা অধিকতর প্রশিক্ষণের আয়োজনও নেই নির্বাচন কমিশনের। ফলে ভোট প্রদানে ঘটতে পারে সময় ক্ষেপণ, কমে যেতে পারে কাস্টিং ভোটের হার; এমন আশঙ্কা করছেন সচেতন মহল।
গ্রামগঞ্জের অনেক সাধারণ ভোটারের সাথে আলাপ করে জানা যায়, ‘ইভিএম’ সম্পর্কে তাদের নূন্যতম কোনো ধারণাই নেই। এমন অনেক ভোটার আছেন বাস্তবে-তো দূরের কথা, ছবিতেও দেখেননি ‘ইভিএম’ মেশিন। কিভাবে ভোট দিতে হয়, পছন্দের প্রার্থীর বাক্সে ঠিকমত ভোট পৌঁছবে কি-না, ভোটের গোপনীয়তা থাকবে কি-না? এসব বিষয় নিয়ে শঙ্কিত বেশিরভাগ ভোটার।
জানা গেছে, উপজেলার ৭ ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্যসহ ৪৬৮ প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। আওয়ামী লীগ, বিএনপিসহ আওয়ামী লীগের বিদ্রোহী ও জামায়াত সমর্থিতরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৪০ জন চেয়ারম্যান, ১০২ জন সংরক্ষিত নারী সদস্য ও ৩২৬ জন সদস্য নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ৪৬৮ জন প্রার্থীকে উপজেলার ১ লক্ষ ৪০ হাজার ৭৭০ জন ভোটার তাদের ভোট প্রদান করবেন।
বাহুবল উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘ইভিএম-এ ভোট প্রদান সম্পর্কে ভোটারদেরকে প্রশিক্ষণ দিতে ২৯ জানুয়ারি উপজেলার ৭ ইউনিয়নের সবকটি কেন্দ্রে ‘মক ভোট’ অনুষ্ঠিত হবে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও প্রশিক্ষণ দেয়া হয়েছে। এ নিয়ে শঙ্কার কিছু নেই।’