সিলেটে করোনা শনাক্ত ৬০ হাজার ছাড়ালো

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:১১:০৭,অপরাহ্ন ২৮ জানুয়ারি ২০২২ | সংবাদটি ৮৫ বার পঠিতসিলেট বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৬৯ জনের। এ সময়ে করোনায় মারা গেছেন ১ জন। তিনি সিলেটের বাসিন্দা।
বৃহস্পতিবার বেলা দুইটার দিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বিভাগে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ১৭ জনের। এর মধ্যে শনাক্ত করা হয়েছে ৭৬৯ জনের। শনাক্তের হার ৩৮ দশমিক ১৩ শতাংশ। শনাক্তদের মধ্যে সিলেটে ৫২০ জন, সুনামগঞ্জে ৩৬ জন, হবিগঞ্জে ৭১ জন ও মৌলভীবাজারে ১৪২ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৭৪৬ জন। এছাড়া বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৯৪ জন।
বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫০ হাজার ৯৪৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১৫ জন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ২০২ জন। এর মধ্যে ১১ জনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিমাংশু লাল রায় বলেন, বিভাগে করোনার আক্রান্তের হার বেড়েছে। এ ছাড়া ঘরে ঘরে জ্বর-সর্দিতে আক্রান্তও হচ্ছেন। সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারিভাবে বিধিনিষেধ জারি করা হয়েছে। সেগুলো মেনে চললে এবং ঘর থেকে বাইরে বের হলে মাস্ক পরিধান ও সাবান–পানি দিয়ে বারবার হাত ধোয়ার আহ্বান জানান তিনি।