শহরতলীতে পিকআপ ডোবায় পড়ে নিহত ১

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:১৫:৪৮,অপরাহ্ন ২৮ জানুয়ারি ২০২২ | সংবাদটি ১০৯ বার পঠিত
সিলেটে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন নির্মাণ শ্রমিক। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শহরতলীর তেমুখী-বাদাঘাট সড়কের মইয়ারচরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিকের নাম রুবেল মিয়া (২২)। তিনি সিলেটের এয়ারপোর্ট থানার কামারটিলা গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে নগরীর আম্বরখানা থেকে পিকআপ ভর্তি হয়ে ২০/২৫ জন নির্মাণ শ্রমিক বাদাঘাট যাওয়ার পথে জালালাবাদ থানাধীন তেমুখী-বাদাঘাট সড়কের মইয়ারচরে পৌঁছামাত্র পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। খবর পেয়ে সাড়ে ৭টার দিকে জালালাবাদ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত শ্রমিকদের উদ্ধার করে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ সময় গুরুতর আহত রুবেল মিয়াকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।