গোলাপগঞ্জে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:২১:৫৭,অপরাহ্ন ২৮ জানুয়ারি ২০২২ | সংবাদটি ১৬৭ বার পঠিতসিলেটের গোলাপগঞ্জে এক প্রবাসীর বাড়ির আঙিনা থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার পৌর এলাকার রনকেলী নুরুপাড়ার থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তবে শিশুটির নাম-পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে রনকেলী নুরুপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী তাজ উদ্দিনের বাড়ির আঙিনায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। তাৎক্ষণিক বিষয়টি গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে অবগত করেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির পরিচয় এখনো পাওয়া যায়নি। কে কারা এই শিশুটিকে ফেলে গেছে তাও জানা যায়নি।