জামালগঞ্জে জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:৪৪:৪৮,অপরাহ্ন ২৮ জানুয়ারি ২০২২ | সংবাদটি ৫৫৭ বার পঠিতসুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন রাঙ্গা প্রভাত কর্তৃক উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
‘রাঙা প্রভাত’ এর আয়োজনে জামালগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে শুক্রবার দুপুরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ‘২১ এ জিপিএ-৫ প্রাপ্ত এবং ২০২০-২১ সেশনে মেডিকেল, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুয়োগপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে কৃতি সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয় ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার আব্দুল মুকিত। বিশেষ অতিথি ছিলেন জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান সীতোষ কুমার তালুকদার, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবতী, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় শিক্ষক মোজাহিদুল ইসলাম, মহিলা পরিষদ জামালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক হীরামন আক্তার, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ।
রাঙ্গা প্রভাত এর সদস্য হাসান আল মাসুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাঙা প্রভাত’ এর সদস্য মো. তোফায়েল আহমেদ (শাবিপ্রবি), হৃদয় গনি (সুনামগঞ্জ সরকারি কলেজ), উমায়ের পাশা (সুনামগঞ্জ সরকারি কলেজ), তুহিনুর রহমান (শাবিপ্রবি), আজহারুল ইসলাম সোহান (শাবিপ্রবি) প্রমুখ।