করোনায় নতুন করে শনাক্ত ১৫৪৪০, মৃত্যু ২০

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:৫০:১৭,অপরাহ্ন ২৮ জানুয়ারি ২০২২ | সংবাদটি ১৫৩ বার পঠিতদেশে করোনাভাইরাসে এক দিনে ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩০৮ জনে।
শুক্রবার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৪৪০ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৬২ হাজার ৭৭১ জনে। শনাক্তের হার ৩৩ দশমিক ৩৭ শতাংশ।
দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যু হয়।