শ্রীমঙ্গলে কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:৪৩:৪৬,অপরাহ্ন ২৯ জানুয়ারি ২০২২ | সংবাদটি ২৬৯ বার পঠিতমৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার জাতীয়তাবাদী ছাত্রদদের সদস্য সচিব জুনেদ রহমান (২১)এর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলায় আশিদ্রোন ইউনিয়নের মোহাজিরাবাদ এলাকায় এ ঘটনাটি ঘটে। জুনেদ শহরের সুরভী পাড়া এলাকার শামসু মিয়ার এর পুত্র এবং অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
শ্রীমঙ্গল থানার এসআই মো: আনোয়ার হোসেন জানান, দুপুরে জুনেদের বাবা মৃত অবস্থায় জুনেদের মরদেহ থানায় নিয়ে আসেন। পরে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। কিভাবে সে মারা গেল ময়না তদন্তের রির্পোট আসার পর জানা যাবে। তবে স্থানীয়রা জানান. সে মোহাজিরাবাদ এলাকায় একটি মেয়ে ভালবালতো এবং মেয়ের পরিবার তাদের সর্ম্পক মেনে না নেওয়ায় সে বিষপানে আত্নহত্যা করে। তবে পুলিশও প্রাথমিকভাবে ধারণা করছে, সে বিষপানে আত্নহত্যা করেছে।