ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে মধ্যস্থতা করতে চায় ইরান

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:১২:৩৮,অপরাহ্ন ২৮ ফেব্রুয়ারি ২০২২ | সংবাদটি ৫২৭ বার পঠিতইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য যেকোনো উদ্যোগকে তেহরান স্বাগত জানায়। একইসঙ্গে ইরান এ দুই দেশের মধ্যে শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছে।
ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি রবিবার (২৭ ফেব্রুয়ারি) তার মন্ত্রিসভার অধিবেশনে বক্তৃতায় এ কথা বলেন। খবর পার্সটুডে।
প্রেসিডেন্ট রায়িসি বলেন, ইরানের পররাষ্ট্রনীতির মৌলিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তেহরান শক্তিপ্রদর্শন এবং আত্মসমর্পণের জন্য বল প্রয়োগ- উভয়েরই বিরোধিতা করে। পাশাপাশি সমস্ত জাতির আত্মনিয়ন্ত্রণাধিকারের প্রতি ইরান সমর্থন জানান।
প্রেসিডেন্ট রায়িসি বলেন, ভৌগলিক অখণ্ডতা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার প্রতি ইরান সমর্থন দিলেও তেহরান এটি ভালোভাবেই উপলব্ধি করে যে, গত কয়েক দশক ধরে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের সম্প্রসারণবাদিতার কারণে নিরাপত্তা ও উদ্বেগ বেড়েই চলেছে।
মন্ত্রিসভায় দেয়া বক্তৃতায় প্রসিডেন্ট রায়িসি আরো বলেন, আমরা জোরালোভাবে বিশ্বাস করি কূটনীতি এবং আন্তর্জাতিক রীতি-নীতির প্রতি আন্তরিক আনুগত্যতা চলমান সঙ্কটের দীর্ঘস্থায়ী এবং ন্যায্য পথ দেখিয়ে দিতে পারে।