রাতের ভোটের সাক্ষী হবে না নতুন ইসি : সিইসি আওয়াল

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:১৩:৫৪,অপরাহ্ন ২৮ ফেব্রুয়ারি ২০২২ | সংবাদটি ১৬৭ বার পঠিতনতুন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, তার নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন রাত ও দিনের ভোট পর্বের (এপিসোড) সাক্ষী হবে না।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) ইসির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে নতুন নির্বাচন কমিশনের প্রথম মতবিনিময় সভায় এই মন্তব্য করেন সিইসি।
এ সময় দেশের রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অংশ না নিয়ে মাঠ ছেড়ে না পালানোর আহবান জানান তিনি।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, মো. আলমগীর ও আনিছুর রহমান।
এর আগে নতুন নির্বাচন কমিশনের সদস্যরা প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে আজ সকালে প্রথম বৈঠক করেন। বৈঠক শেষে কমিশন সদস্যরা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।