বাংলাদেশ ক্রীড়া সংস্থা ভেনিসের সম্পাদকের দেশে গমন উপলক্ষে সভা অনুষ্ঠিত

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:২৩:৪১,অপরাহ্ন ২৩ মার্চ ২০২২ | সংবাদটি ২০৪ বার পঠিতবাংলাদেশ ক্রীড়া সংস্থা ভেনিসের সাধারণ সম্পাদক সজীব মিয়া দেশে গমন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে বাংলাদেশ ক্রীড়া সংস্থা ভেনিসের সভাপতি সোলেমান হোসাইন এর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন এর পরিচালনায় সভায় ২০২২ সালে বাংলাদেশ ক্রীড়া সংস্থা ভেনিসের আয়োজনে ফুটবল ক্রিকেট ও ব্যাডমিণ্টন টুর্নামেন্ট পরিচালনা করার জন্য উপস্থিত সকলের মতামত নেওয়া হয়। সাধারণ সম্পাদক দেশে গমন করবেন তাই ভারপ্রাপ্ত সাধরণ সম্পাদকের দায়িত্ব নাজমুল হোসেন কে প্রদান করা হয়। আগামীতে রমাদান ও ঈদের শেষেই প্রথমে ক্রিকেট ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট করার জন্য খুব শিগ্রই একটি সাধারণ সভা আহ্বান করে সকলের পরামর্শক্রমে টুর্নামেন্টের যাবতীয় কার্যক্রম সুষ্টভাবে সম্পন্ন করার জন্য দায়িত্ব বন্টন করে দেওয়া হবে বলে জানান সমিতির সভাপতি সোলেমান হোসাইন।
পরিশেষে সাধারণ সম্পাদক সজীব মিয়ার দেশে গমনে উপলক্ষে থাকে ফুলেল শুভেচ্ছা জানান ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। এই সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সহ সভাপতি সবুজ সারওয়ার, সহ সভাপতি সুমন সরকার, সাংগঠনিক সম্পাদক নূর আলম, ক্রীড়া সম্পাদক মাহবুব খান, তৌফিক আহমেদ, আব্দুর রহিম, মুসলিম আহমেদ, সুহেল আহমেদ, মোশারফ হোসেন প্রমুখ।