দোহার ভেনিস ঐক্য পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১:৫১:৫০,অপরাহ্ন ১৭ এপ্রিল ২০২২ | সংবাদটি ১১০ বার পঠিত
ইতালির ভেনিসে কমিউনিটির নেতৃবৃন্দদের সম্মানে দোহার ভেনিস ঐক্য পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় ঢাকা বিরিয়ানি হাউজ রেস্টুরেন্টের হলরুমে ইফতার মাহফিলে আগত রোজাদারদের স্বাগত জানান পরিষদের সদস্যরা।
ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সভাপতি মোরাদ মাঝি ,সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম রিপন , সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন আশিক ,সিনিয়র সহ সভাপতি আজম লিটন ও প্রধান উপদেষ্টা জাওয়ার মোড়ল।
এছাড়াও ইফতার মাহফিলে সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন সমিতির
মহিউদ্দিন খান ,মোস্তাক মীর ,সিগণ বিশ্বাস ,সরওয়ার হোসেন ,ইয়াকুব মাঝি ,মোহাম্মদ আসলাম ,বাবু মাঝি ,গাজী আকবর , মিল্লাত হোসেন ,আবুল হোসেন ও রফিকুল ইসলাম।
ইফতার মাহফিলে রমজানের উপর বয়ান করা হয় এবং বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়।
ইফতার মাহফিলে ভেনিসের বিভিন্ন সামাজিক ব্যবসায়ী ও আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলন।