ভাটেরিয়ান সিলেট এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিল

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১:০৮:৫৮,অপরাহ্ন ২৩ এপ্রিল ২০২২ | সংবাদটি ৪৮৫ বার পঠিতসুশিক্ষার জন্য গ্রন্থ এবং গ্রন্থাগারের সাথে
সাথে থাকতে হবে —- অধ্যক্ষ কবি কালাম আজাদ
ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কবি কালাম আজাদ বলেছেন, সভ্যতা ও ধর্মের একমাত্র দাবি হলো সম্মানিত করো এবং সম্মানিত হও। মানুষের ভেতর যদি সম্মানের বোধ না থাকে, তবে মানুষ হওয়া কঠিণ। আর সম্মান অর্জন করার পর জিহ্বাকে সংযত রাখা অত্যন্ত জরুরি। সুশিক্ষার অর্থ হলো সুন্দর কথা শেখানো। সুন্দর কথা শিখতে হলে অর্থাৎ সুশিক্ষার জন্য গ্রন্থ এবং গ্রন্থাগারের সাথে থাকতে হবে। পড়াশোনার বিকল্পহীন সুন্দর সমাজ গড়ে তোলা যাবে না। পরস্পরের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং সংযত জিহ্বা মানুষের মহত্বের অন্যতম উদাহরণ।
কুলাউড়ার সিলেটস্থ ‘ভাটেরিয়ান সিলেট’ আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শুক্রবার সিলেটের একটি অভিজাত হোটেলে ভাটেরিয়ান সিলেটের সভাপতি মুহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম।
সংস্থার সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান ও মুহিবুর রহমান এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ভাইস চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম, ৩নং ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ এ.কে.এম নজরুল ইসলাম ও দৈনিক সিলেটের ডাক পত্রিকার চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম।
সংগঠনের সহ-সভাপতি মো. শফিক মিয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নয়মৌজা ইত্তেফাকিয়া সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আফজল হোসেন, ভাটেরা উচ্চ বিদ্যালয় কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল হামিদ খাঁন, ভাটেরা গার্লস স্কুলের শিক্ষক মাহবুব খাঁন, স্টেশন বাজার বণিক সমিতির আকমল হোসেন, সংস্থার সিনিয়র সহসভাপতি আহমদ কবির রিপন, শামীম আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, কোষাধ্যক্ষ মনির উদ্দিন প্রমূখ।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, ভাটেরার উন্নয়নে একত্রিত হওয়া ভাটেরিয়ান সিলেট সবসময় ভাটেরার বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। আমাদের এই যাত্রায় প্রবাস থেকে অনেক ভাটেরিয়ানরা সহযোগিতা করছেন, যাঁদের কাছে আমরা চির কৃতজ্ঞ। একটি আধুনিক, শিক্ষিত এবং উন্নত ভাটেরা গড়তে আমাদের অগ্রযাত্র অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন কৃতি শিক্ষার্থী শাহ আব্দুল্লাহ নাঈম এবং ইসলামি সংগীত পরিবেশন করেন মহিলা বিষয়ক সম্পাদক রুবা খানম।
উল্লেখ্য, ভাটেরার মোট ৪৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। তন্মধ্যে এইচএসসি উত্তীর্ণ ১৬ জন শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২৮ জন।