ইতালি তরিনোতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:৪১:০৯,অপরাহ্ন ২৪ এপ্রিল ২০২২ | সংবাদটি ১১৯ বার পঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতালির তরিনো শাখার আয়োজনে দলীয় নেতাকর্মী ও রোজাদারদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাংলা জামে মসজিদে অনুষ্ঠিত ইফতারে আগত মুসল্লিদের স্বাগত জানান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন তরিনো বিএনপির সভাপতি শাহজাহান মনির,সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দীক ,সাংগঠনিক সম্পাদক সিদ্দিক শেখ ও সহ সভাপিত মুয়াজ্জেম ডালী।
ইফতারের পূর্বে রমজানের ফজিলত নিয়ে আলোচনা ও বিশেষ মোনাজাত করেন বাংলা জামে মসজিদের ইমাম মাওলানা মোয়াজ আহমেদ।
ইফতার মাহফিলে তরিনো বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাড়াও স্থানীয় আঞ্চলিক সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।