ইতালি ভেনিসে সাংবাদিক রিয়াজ হোসেনকে সংবর্ধনা : কমিউনিটি উন্নয়নে সাংবাদিকদের অগ্রনি ভূমিকা পালন করতে হবে

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:০১:৩৬,অপরাহ্ন ২০ আগস্ট ২০২২ | সংবাদটি ৩০৯ বার পঠিতইতালি প্রতিনিধি :
ইতালির ভেনিস সফররত,নিউজটোয়েন্টি ফোর টেলিভিশন ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ইতালি প্রতিনিধি,মানবাধিকার কর্মী ,বিডি প্রেস ক্লাব ইতালির সাধারণ সম্পাদক,অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সহ সভাপতি এমডি রিয়াজ হোসেন এর ভেনিস আগমনে সংবর্ধনা দিয়েছে ভেনিস প্রবাসী বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় সময় টিভির ভেনিস প্রতিনিধি মাকসুদ রহমানের সভাপতিত্বে ও আরটিভি প্রতিনিধি আসলামুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন বৃহত্তর ঢাকা এসোসিয়েশন ভেনিসের সিনিয়র সহ সভাপতি বেলাল হাসাইন,সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ,বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, কিশোরগঞ্জ জেলা সমিতি ভেনিসের সভাপতি মোবারক হোসেন,কোষাধক্ষ্য নুরুজ্জামান, ভৈরব পরিষদ ভেনিসের সভাপতি কাজী রোনাক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ,আব্দুল্লাহপুর আঞ্চলিক সমিতি ভেনিসের সভাপতি তাজুল ইসলাম,ভেনিস সম্মিলিত নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আকবর হোসেন,ভেনিস বাংলা স্কুলের ক্রীড়া সম্পাদক নুরে আলম ভুইয়া,ব্যবসায়ী কবির আল মাহমুদ, ব্যবসায়ী আব্দুর রহমান সহ আর ও অনেকে।এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এটিএন বাংলার প্রতিনিধি নাজমুল হোসেন,বাংলা টিভির প্রতিনিধি সোহানুর রহমান উজ্জল,বঙ্গ টিভির প্রতিনিধি সজিব আল হাসান মিডিয়া কর্মী নাঈম-তৃষা দম্পতি ও কবির হোসেন উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন কমিউনিটি উন্নয়নে সাংবাদিকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
প্রবাসীদের সুখ দুঃখে সাংবাদিকরা পাশে থাকবে এমনটাই প্রত্যাশা।এ সময় রিয়াজ হোসেন বলেন ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজকে কেউ হারাতে পারবে না। ভেনিসে মুল স্টিমের সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। ভেনিস বসবাসরত সাংবাদিকদের সকল সুখ দুঃখে রোমস্থ সাংবাদিকদের পাশে পাবার অঙ্গীকার ব্যক্ত করেন।তিনি আরো বলেন শুধু ইতালি নয় পুরো ইউরোপের সাংবাদিকদের বিপদে আপদে আমরা ঐক্যবদ্ধ এবং একই প্লাটফর্মে।