জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল করেছে ইতালি আওয়ামীলীগ বোলজানো শাখা

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:০৩:৩৩,অপরাহ্ন ২০ আগস্ট ২০২২ | সংবাদটি ৩৩৪ বার পঠিতইতালি প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল করেছে ইতালি আওয়ামীলীগ বোলজানো শাখা। গতকাল স্থানীয় বাংলা আইডিয়াল স্কুলে
বোলজানো আওয়ামী লীগের সভাপতি এম রহমান কামাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বাশার এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বোলজানো আওয়ামীলীগের উপদেষ্টা সিরাজুল ইসলাম।, কলসুলতা ইমিগ্রাতির সভাপতি আনুকা হোসেন ,শাহজালাল সমিতির মহিলা সম্পাদিকা ইসলাম আয়সা ,দপ্তর সম্পাদক মুহিতুল ইসলাম,বোলজানো আওয়ামীলীগের সহ সভাপতি হুমায়ুন কবির,যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত আলী, আসরাফুল আলম, মাসুক আহমদ ,সালাউদ্দিন, কলিম মোহাম্মদ, মাস্টার তাজুল ইসলাম , হেকিম লোকমান সাহেব সহ বোলজানো বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেত্রিবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন একজন মানুষ কে ধ্বংস করা সহজ, সৃষ্টি করা কঠিন। আর বঙ্গবন্ধু তো সাধারন মানুষ নন, যিনি ছিলেন একজন দেশ প্রেমিক এবং স্বাধীন বাংলার স্থপতি। যার অক্লান্ত পরিশ্রমে আজ স্বাধীন দেশে স্বাধীনতার পতাকা উড়ছে। কিন্তু আজ নেই সেই মহান নেতা। মাতৃভূমির নাম শুনলেই বঙ্গবন্ধুর দেওয়া সেই ঐতিহাসিক ভাষন কানে ভাসে। ১৯৭৫ এর ১৫ই আগষ্ট স্বার্থান্বেষী সুবিধাবাদি গোষ্ঠী বঙ্গবন্ধু ও তাঁর পরিবার পরিজনের উপর হত্যা চালিয়ে ইতিহাসের নিকৃষ্ট তম অধ্যায়ের রচনা করে। কিন্তু কথায় আছে, “রাখে আল্লাহ,মারে কে” সেই চিহ্নিত সন্ত্রাসীদের বিচারের জন্যে আল্লাহ সেই সময়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন রেহানা প্রাণে বেচেঁ যান। যার ফলে বাংলার জমিনে কিছুটা হলেও বঙ্গবন্ধু হত্যার খুনীদের বিচার হয়েছে। এবং বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছেন সেই স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী বিরামহিন কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা ইতালি আওয়ামীলীগ বোলজানো শাখার পক্ষ হতে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
পরিশেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন হাফিজ মৌলানা লায়েক আহমেদ।