পাদোভার নির্বাচনে বাংলাদেশী ঐক্যজোট প্যানেল তুহিন, শাহিন, আরিফ পরিষদ এর প্যানেল পরিচিতি ও নির্বাচনী ইশতেহার ঘোষণা
নাসরিন ইসলাম,এডিটর মিলান বার্তা
প্রকাশিত হয়েছে : ৪:০৬:২০,অপরাহ্ন ১০ মে ২০২৩ | সংবাদটি ১৩০ বার পঠিতপাদোভার নির্বাচনে বাংলাদেশী ঐক্যজোট প্যানেল তুহিন, শাহিন, আরিফ পরিষদ এর
প্যানেল পরিচিতি ও নির্বাচনী ইশতেহার ঘোষণা
পাদোভা প্রতিনিধিঃ
আাগমী ৩রা জুন এসোসিয়েশন বাংলাদেশী দি পাদোভার নির্বাচনে বাংলাদেশী ঐক্যজোট প্যানেল তুহিন, শাহিন, আরিফ পরিষদ এর প্যানেল পরিচিতি ও নির্বাচনী ইশতেহার
ঘোষণা করা হয়েছে।স্থানীয় একটি হলরুমে প্রবীণ ব্যক্তিত্ব বাচ্চু মিয়ার সভাতিত্বে পাদোভা সিটি কর্পোরেশনের বিদেশি সম্প্রদায় প্রতিনিধি হোসাইন রিবিন এর পরিচালনায়
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃসেলিম মাওয়েত,পাদোভা সিটি কর্পোরেশনের কাউন্সিলর সিনোরা লেত্তা।
সভাপতি প্রার্থী তুহিন খন্দকার,সাধারণ সম্পাদক প্রার্থী শাহিন আহমেদ,বাংলাদেশ ইসলামী কালচারাল সেন্টার পাদোভার সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোস্তফা
সিকদার,ফয়েজ আহম্মেদসহ আর ও অনেকে।এছাড়া ও অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফয়েজ আহমেদ,বদরুল ইসলাম বদর,জাহাঙ্গীর আলম,আবু ইসহাক,কামরুল মজুমদার, সাইদুর রহমান ফখরুল,কালাম খান,তপন কুমার সরকার,স্বপন সিকদার বাদল মিয়া,রতন সিদ্দিকি,মিন্টু হাওলাদার,মান্নান সোহেল,এমডি দাদন,আতিকুর রহমান,মোঃরিপন,নাসির উদ্দিন,শাহারিয়ার,মনির হোসেন,আক্তারুজ্জামান সহ আর ও অনেকে।পরিশেষে প্রধান নির্বাচন কমিশনারের কাছে প্রার্থীরা তাদের প্রার্থীদের তালিকা জমা দেন।এবং নমিনেশন পত্র গ্রহন করেন।