ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতির আয়োজনে মেজবান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নাসরিন ইসলাম,এডিটর মিলান বার্তা
প্রকাশিত হয়েছে : ১২:৪৪:৫২,অপরাহ্ন ১১ জুলাই ২০২৩ | সংবাদটি ১০১৬ বার পঠিতভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতির আয়োজনে মেজবান ও দোয়া মাহফিল অনুষ্ঠি
বেলা ১২টায় মারঘেরা জামে মসজিদের খতিব সৈয়দ জাকারিয়া আল হোসাইনের দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত চলে মেসবানি অনুষ্ঠান। এই সময় স্বাগত বক্তব্য রাখেন আনিছুর রহমান,বিল্লাল হোসেন,নেমাল চৌধুরী, ইকবাল আহমেদ সহ ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি নেতৃবৃন্দরা।
বাদ মাগরিব স্থানীয় লা পাঁচে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত মেসবানি অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা অংশগ্রহণ করেন।