বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে তরিনো আওয়ামীলীগ ( মাহতাব -আলমগীর )
বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে
তরিনো আওয়ামীলীগ ( মাহতাব -আলমগীর )
বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে ইতালি আওয়ামীলীগ তরিনো শাখা। তরিনো শাখা আওয়ামীলীগের সহ সভাপতি ছৈয়াল খোকন এর সভাপতিত্বে মো আশরাফ হোসেন ও আলামিন ছৈয়াল এর যৌথ পরিচালনায় স্থানীয় একটি রেস্টুরেন্টে সোমবার সন্ধ্যায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তরিনো আওয়ামীলীগ নেতা মো আকবর ছৈয়াল ,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তরিনো শাখা আওয়ামীলীগের সহ সভাপতি বৃহত্তর ঢাকা সভাপতি আব্দুস সালাম ,বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর কল্যাণ সমিতির সভাপতি ও তরিনো আওয়ামীলীগ নেতা মো রিপন চকিদার,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক তরিনো আওয়ামীলীগ নেতা মনির ফকির ,সিলেট বিভাগ সমিতির সভাপতি তরিনো আওয়ামীলীগ নেতা বেল্লাল হোসেন ,তরিনো আওয়ামীলীগ নেতা সেলিম মিয়া ,ব্রাম্মনবাড়ীয়া জেলা সমিতির তরিনোর সিনিয়র সহ সভাপতি আওয়ামীলীগ নেতা মিজান মিয়া,তরিনো আওয়ামীলীগ নেতা আইয়ুব মোল্লা,সহ সভাপতি তরিনো আওয়ামীলীগ লিটন মুন্সী ,তরিনো আওয়ামীলীগ নেতা মুনির ভূঁইয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিটন বেপারী ,সোহেল রানা ,আলামিন খলিফা ,শাহীন খান ,দেলোয়ার মাতব্বর , কালাম শেখ ,ফকরুল ইসলাম ,লিটন মুন্সী ,আলমগীর হোসেন ,মাসুদ মিয়া ,আক্তার হোসেন রায়হান,কাইয়ুম আহমেদ সহ তরিনো আওয়ামীলীগ যুবলীগ এর নেতৃবৃন্দরা।
আলোচনা সভা শেষে আগামী ২৫ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী ইতালি আগমন উপলক্ষে ইতালি আওয়ামীলীগ এর নেতৃত্বে ইতালির রোমে নাগরিক সংবর্ধনা সহ দলীয় কার্যক্রমে তরিনো আওয়ামীলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন এবং নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে সফল করতে একযোগে কাজ করে যাবেন।
পরিশেষে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে একে অপরকে খাওয়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি গঠে।