ইতালির বন্দর নগরী নাপোলি সেন্টারে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী কনসুলেট সেবা অনুষ্ঠিত
নাসরিন ইসলাম,এডিটর মিলান বার্তা
প্রকাশিত হয়েছে : ১০:৪৩:৫১,অপরাহ্ন ১২ জুলাই ২০২৩ | সংবাদটি ১৪৭ বার পঠিতইতালির বন্দর নগরী নাপোলি সেন্টারে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে
দুই দিনব্যাপী কনসুলেট সেবা অনুষ্ঠিত
মিনহাজ হোসেন ,বিশেষ প্রতিনিধি রোম
ইতালির বন্দর নগরী নাপোলি সেন্টারে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী কনসুলেট সেবা। দুইদিনে প্রায় এক হাজারের বেশি বাংলাদেশি প্রবাসী নাগরিকরা সেবা গ্রহণ করেছেন।
বাংলাদেশ দূতাবাস রোমের আয়োজনে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবায় পাসপোর্ট নবায়ন, নো ভিসা, ম্যারেজ সার্টিফিকেট, ফ্যামিলি সার্টিফিকেট, প্রবাসী মন্ত্রণালয়ের ওয়েজ আনার্স বোর্ডের মেম্বারশীপসহ কনস্যুলেট এর নানান সুবিধাগুলো এই ক্যাম্প থেকে প্রবাসী বাংলাদেশিরা গ্রহণ করেন।
নাপোলির কমিউনিটি ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী হাজী কবির মোড়ল, মামুন হাওলাদার, মিজানুর রহমান, জামাল হোসেন, সেলিম উল্লাহ, শামীম মৃধা’র যৌথ সহযোগিতায় কনস্যুলেট সেবায় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোঃ জসিম উদ্দিন, প্রথম সচিব সাইফুল ইসলাম, আয়েশা বেগম, সহ দূতাবাসের সকল কর্মকর্তারা।
নাপোলির বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসের সকল কর্মকর্তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই কার্যক্রমের ধারাবাহিকতা রাখার অনুরোধ জানান প্রবাসীরা।
দূতাবাসের কাউন্সিলর মোঃ জসিম উদ্দিন, এই কনস্যুলেট সার্ভিস পরিচালনায় কমিউনিটির যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানান এবং আগামীতেও নাপোলী সেন্টারে সম্বাবনাময় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা ও কনস্যুলেট সেবা দেবেন এই আশ্বাস দেন।
শেষে প্রবাসী বাংলাদেশীদের সাথে সেবাসহ দূতাবাসের সার্বিক কার্যক্রম সম্পর্কে মতবিনিময় ও পরামর্শমূলক অনুষ্ঠান গণশুনানি ও বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত শিশুদের মধ্যে দূতাবাসের পক্ষ আমার বাংলা বই বিতরণ করা হয়।
দুই দিনের কনস্যুলেট সেবা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করায় দূতাবাসের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান সহ দূতাবাসের সকল কর্মকর্তাদের স্থানীয় বাংলাদেশ কমিউনিটিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবায়ীক সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।