ইতালি রোমে শুভ উদ্বোধন হয়ে গেলো “জননী আলিমেন্টারী”
নাসরিন ইসলাম,এডিটর মিলান বার্তা
প্রকাশিত হয়েছে : ১০:৪৮:২৯,অপরাহ্ন ১২ জুলাই ২০২৩ | সংবাদটি ১৯৩ বার পঠিতইতালি রোমে শুভ উদ্বোধন হয়ে গেলো “জননী আলিমেন্টারী”
মিনহাজ হোসেন ,বিশেষ প্রতিনিধি রোম
প্রবাসেও দিন দিন বাড়ছে হালাল ব্যবসা প্রতিষ্ঠান ইতালি রাজধানী রোমের বাংলা অধ্যুষিত এলাকা Via Torpignattara 64/A বাংলাদেশী মালিকানাধীন মোঃ মুরাদুল ইসলাম ও মোঃ আব্দুল হাকিম এর যৌথ পরিচালনায় ১০০% হালাল মাংস ও তাজা শাকসবজি নিয়ে শুভ উদ্বোধন হয়ে গেলো “জননী আলিমেন্টারী” শুক্রবার বাদ জুম্মাহ উদ্বোধনী অনুষ্ঠানের শুভলগ্নে রোমের আঞ্চলিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দদের উপস্থিতিতে ফিতা কেটে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তরপিনাত্তারা মুসলিম সেন্টার মসজিদে ইমাম ও খতিব মাওলানা হুমায়ুন রশীদ রাজী ও মাওলানা জসিম উদ্দিন।
কালের সাক্ষী হিসেবে স্মৃতির পাতায় রেখে দেয়ার জন্য জানানো যাচ্ছে যে নতুন এই প্রতিষ্ঠানের সর্বপ্রথম কাস্টমার ছিলেন (প্রিন্স দা সিলেটের) চেয়ারম্যান হাসান আহমেদ।