ইতালির তরপিনাত্তারা মুসলিম সেন্টার (টিএমসি) মসজিদ এর আয়োজনে তাফসীর মাহফিল অনুষ্ঠিত
নাসরিন ইসলাম,এডিটর মিলান বার্তা
প্রকাশিত হয়েছে : ৯:০৪:৪১,অপরাহ্ন ১৮ জুলাই ২০২৩ | সংবাদটি ১২০ বার পঠিতইতালির তরপিনাত্তারা মুসলিম সেন্টার (টিএমসি) মসজিদ এর আয়োজনে তাফসীর মাহফিল অনুষ্ঠিত
ইতালি প্রতিনিধি
মানসিক সুস্থতা ও নিরাপদ জীবন গড়ে তুলতে সঠিক ভাবে ইসলামের অনুশাসন ও ভ্রাতৃত্ব বোধ কে ধারণ করার আহ্বান জানান ইষ্ট লন্ডন মসজিদের খতিব ও বিশিষ্ট ইসলামিক স্কলার শায়েখ আব্দুল কাইয়ুম। ইতালির রাজধানী রোমে তরপিনাত্তারা মুসলিম সেন্টার মসজিদ আয়োজিত তাফসির মাহফিলে তিনি এ কথা বলেন।
ইসলামের শাশ্বত জীবনাদর্শ কে পারিবারিক ও সামাজিক ভাবে ধারণ ও পালন করার উপর গুরুতারোপ করে প্রতি বছরের ন্যায় এবারও ইতালিতে অনুষ্ঠিত হয়েছে তাফসীর মাহফিল। রাজধানী রোমে রোববার এই মাহফিলের আয়োজন করে তরপিনাত্তারা মুসলিম সেন্টার (টিএমসি) মসজিদ।
মাহফিলের প্রধান অতিথি ছিলেন ইষ্ট লন্ডন মসজিদের খতিব ও বিশিষ্ট ইসলামিক স্কলার শায়েখ আব্দুল কাইয়ুম। তিনি বলেন” ইসলামের অনুশাসন গুলো কে দৈনন্দিন জীবনে ধারণ করতে হবে বিশেষ করে আগামী প্রজন্মদের মাঝে, জীবনকে সুশৃঙ্খল করতে ও অনৈতিক কাজ থেকে মুক্ত থাকতে ইসলামের সঠিক চর্চা শেখাতে হবে।
মাওলানা রুহুল আমিন ও ক্বারী হারুনূর রশীদের পরিচালনায় মাহফিলের সভাপতিত্ব করেন TMC মসজিদের প্রধান উপদেষ্টা হাফেজ আমিনুর রহমান। স্থানীয় ভাবে মাহফিলে বক্তব্য রাখেন মুফতি অলি উল্লাহ খান, খতিব মাওলানা হুমায়ুন রশীদ রাজি, জালাল উদ্দিন, খতিব হাফেজ মাওলানা রুহুল আমিন সহ আরো অনেকেই।
তীব্র গরম উপেক্ষা করে তাফসীর মাহফিলে অংশ গ্রহন করেন হাজার হাজার ধর্ম প্রাণ প্রবাসী বাংলাদেশিরা। তবে এই আয়োজনে সন্তুষ্ট প্রকাশ করেন তারা।
দীর্ঘ ইসলামিক আলোচনা শেষে এশার নামাজ আদায় ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।