প্রবাসী কল্যাণ পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ড. এ কে আব্দুল মোমেম এর ইতালি আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
নাসরিন ইসলাম,এডিটর মিলান বার্তা
প্রকাশিত হয়েছে : ৯:১৮:৪০,অপরাহ্ন ১৮ জুলাই ২০২৩ | সংবাদটি ১২২ বার পঠিতপ্রবাসী কল্যাণ পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ড. এ কে আব্দুল মোমেম এর ইতালি
আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ড. এ কে আব্দুল মোমেম এর ইতালি আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৩ই জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় স্হানীয় রসই রেষ্টুরেন্টে আয়োজিত জরুরী আলোচনা সভায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাফিজুল ইসলাম রাসেল এর সভাপতিত্বে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মোল্লার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি হাসাদুর রহমান হান্নান, মোঃ শরীফ উদ্দিন, আতিকুর রহমান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম রিকন, সাংগঠনিক সম্পাদক খান রবিন, প্রচার সম্পাদক মিনহাজ হোসেন সহ অনেকেই।
আলেচনায় টেলিকন্ফারেন্সে সভাপতি অলি উদ্দিন শামীম সকলকে শুভেচ্ছা জানান এবং তিনি মন্ত্রী মহোদয় এর সাথে সংগঠনের কর্মকর্তা বৃন্দের আনুষ্ঠানিক পরিচয়ের বিষয়েও বিভিন্ন দিক নির্দেশনা দেন। পাশাপাশি সভায় বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির আয়োজনে শীঘ্রই বর্ণাঢ্য আয়োজনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র মহোদয়ের উপস্থিতি সহ সফল করতে স্হান ও তারিখ নিয়ে গঠনমূলক আলোচনা করা হয়।
আলোচনা সভায় সংগঠনের সকলেই আনন্দিত হয়ে মন্ত্রী মহোদয়ের আগমনকে স্বাগত ও শুভেচ্ছা জানান। স্হান, দিন, সময় মন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা সাপেক্ষে শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।