সাইফ-কারিনার অ্যাপার্টমেন্টের গেটের নিচে গোপন ক্যামেরা!

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:২৩:৩৭,অপরাহ্ন ১১ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ২৯১ বার পঠিতসাইফ-কারিনা এবং তাদের ছোট্ট নবাব তৈমুর যেখানেই যান না কেন, সেখানেই পৌঁছে যায় পাপারাৎজির ক্যামেরা। তাদের ছবি ও ভিডিও লেন্সবন্দী করতে হুড়োহুড়ি পড়ে যায়। সাইফ-কারিনাকেও কখনও ক্যামেরার সামনে পোজ দিতে বিরক্ত হতে দেখা যায় না।
তবে সম্প্রতি যা ঘটল, তাতে রীতিমতো বিস্মিত হলেন সাইফ। বুধবার কারিনাকে নিয়ে বাড়িতে ঢোকার সময় সাইফের নজরে যা আসে, তাতে তিনি হতবাক। অভিনেতা খেয়াল করেন পাপারাৎজিরা তাদের ভিডিও নেওয়ার জন্য অ্যাপার্টমেন্টের গেটের নিচে গোপনে ক্যামেরা লুকিয়ে রেখেছেন।
হতবাক সাইফ জিজ্ঞাসা করেন, গেটের নিচে ক্যামেরা? তবে কেউ কিছু বলার আগেই সাইফ ভিতরে ঢুকে যান। বেবোকেও কোনও প্রতিক্রিয়া না দেখিয়ে ভিতরে চলে যেতে দেখা যায়। পরে কারিনা ফের নিজের গাড়ি থেকে নামার সময় ক্যামেরাবন্দী হন।